Advertisement

Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)

Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)

Exclamatory sentence- বিস্ময়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ ইত্যাদি বুঝাতে Exclamatory sentence ব্যবহৃত হয়। এতে Verb, subject এর পরে বসে। অনেক সময় Verb উহ্যও থাকে।


 


কিছু Exclamatory Sentence


১. কি আক্ষেপের বিষয়! What a pity! (হোয়াট এ পিটি)


২. তোমায় ধিক! Shame on you.(শেম অন ইউ)


৩. কিরুপ নিপুণতার সহিত সে ব্যাপারটির সমাধান করল! How skillfully he managed the matter.(হাউ স্কিলফুলি হি ম্যানেজড দা ম্যাটার)


৪. ছি! তুমি একজন মিথ্যাবাদী। ঋরব! Fie! You are a liar. (ফাই! ইউ আর আ লায়ার)


৫. চুপ কেউ আসছে। Hush! Somebody is coming. (হাশ! সামবাডি ইজ কামিং)


৬. হায়! ভিক্ষুকটি মারা গেছে। Alas! The begger is dead. (আলাস! দা বেগার ইজ ডেড)


৭. ছবিটি কি সুন্দর! What a beautiful picture. (হোয়াট আ বিউটিফুল পিকচার!)


৮. আমরা জয়ী হয়েছি! We won. (উই ওন!)


৯. সংবাদটা অত্যন্ত দুঃখের! The news is very sad. (দা নিউজ ইজ ভেরি স্যাড)


১০. হায়! পাত্রটি ভেঙ্গে গিয়েছে। Alas! The vessel is broken. (আলাস! দা ভেসেল ইজ ব্রোকেন)

 

Post a Comment

Previous Post Next Post
Advertisement
Advertisement