Advertisement

বাংলাদেশের জাতীয় গাছ কোনটি?

ছবি সূএ - অনলাইন 


বাংলাদেশের জাতীয় গাছ/বৃক্ষ হলো 'আম গাছ'। ২০১০ সালের মন্ত্রিসভার অনুষ্ঠিত একটি বৈঠকে আম গাছকে জাতীয় গাছের মর্যাদা দেয়া হয়। মূলত ফল হিসেবে আমের জনপ্রিয়তা, দেশের সর্বত্র আম গাছের সুপ্রাপ্যতা, গাছটির কাঠের উপযোগিতা, আম বাগানের ঐতিহাসিক প্রসঙ্গ (১৭৫৭ সালের পলাশীর আমবাগানের যুদ্ধ, ১৯৭১ সালের মুজিবনগর আমবাগানে মুক্তিযুদ্ধের শপথ, জাতীয় সংগীতে আমবাগানের উল্লেখ) ইত্যাদি বিবেচনায় এনে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়।

Post a Comment

Previous Post Next Post
Advertisement
Advertisement